
184A. Requirement of twelve-digit Taxpayer’s Identification Number in certain cases
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 184A এর সংশোধন তে নিম্নোক্ত সংশোধনীসমুহ আনীত হয়েছে-
ক. ধারা 184A এর sub-section (3) এর item (xv) তে আনীত সংশোধনীর ফলে রাজউক, সিডিএ, কেডিএ , আরডিএ, এর পাশাপাশি যেকোনো পৌরসভায় এবং সিটি কর্পোরেশনে ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট আবেদনকারীকে টিআইএন দাখিল করতে হবে।
খ. ধারা 184A এর sub-section (3) এ নূতন তিনটি item সংযুক্ত হয়েছে। অর্থাৎ নিম্নোক্তরুপ ক্ষেত্রেসমুহে টিআইএন থাকা বাধ্যতামুলক করা হলো-
অ. ২ লক্ষ টাকার উর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয়;
আ. ২ লক্ষ টাকার উর্ধ্বে ডাকঘর সঞ্চয় হিসাব খুলতে;
ই . সমবায় সমিতির রেজিস্ট্রেশনে।
The Taxman Ltd.Taxman VideoMowla Sir Lecture
0 Comments