লন্ডনের আদালতে আজহারী বনাম মুফাস্সিল Be aware of a Bangladeshi expat conman

লন্ডনের আদালতে আজহারী বনাম মুফাস্সিল Be aware of a Bangladeshi expat conman

মিজানুর রহমান আজহারী'র ভক্তদের প্রতি আবেদনঃ
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
(ওকে ধরিয়ে দিন) আমাদের অনুরোধ, আপনারা কেউ লন্ডন প্রবাসী চীর বেকার এবং ধাপ্পাবাজ মু-ফাজিল ইসলামের কোন হুমকিতে কখনোই ঘাবড়াবেন না। মনে রাখবেন শূন্য কলস থেকে জলের ছলাৎ ছলাৎ আওয়াজ বেশি শোনা যায়। মুফাস্সিল ইসলামের অফিসিয়াল নাম (নামের সঠিক বানান, পুরো নাম ও জন্ম তারিখ, এবং সোশ্যাল সিকিউরিটি ফাইল নাম্বার আপাতত গোপন থাক) এবং লন্ডনে চিরস্থায়ী 'পঙ্গু ভাতা' (Disability Pension) বিষয়ে আমরা সব তথ্য হাতিয়ে নিয়েছি। উল্লেখ্য মুফাস্সিল ২০০৩ থেকে (On and Off) নানাভাবে The Department of Work and Pensions of UK কে ধাপ্পা (swindle) দিয়ে বেকার ভাতা অর্জন করেছিলো। অতঃপর বছর দুয়েক আগে তার ওপেন হার্ট সার্জারি (বুকের মাঝখানে কাটা শৈল চিকিৎসা) হওয়ার পর মুফাস্সিল অফিসিয়ালি ইউ.কে সরকারের 'বেকার ভাতা'র মোটা বালাম বইতে চিরস্থায়ী পঙ্গু অর্থাৎ কর্ম-অক্ষম হিসেবে নাম লিখাতে সক্ষম হয়। অর্থাৎ ওই 'বুক কাটা' নিয়ে সে আর স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারবে না বলে সরকার তার প্রতি দয়াপরবশ হয়ে থাকে 'পঙ্গু হাদীয়া' (ডিস্যাবিলিটি পেনশন) গ্রান্ট করে। কিন্তু আপনারা মু-ফাজিল এর চাল চলন এবং তার কথাবার্তার মধ্যে কি তাকে কি কোন অসুস্থ বা কর্ম-অক্ষম মনে করেন? মোটেই না। নিজের যোগ্যতা অনুযায়ী যদি সে কোন কাজ না পায় তবে সেই 'হাদীয়া কোম্পানী (The Department of Work and Pensions of UK) তাকে নির্দিষ্ঠ ঘন্টা এবং নির্দিষ্ঠ দিনে এমন কি কোন পাউরুটি'র দোকানে সামান্য প্যাকেজিং এর কাজেও নিয়োজিত করতে বাধ্য করতে পারে। অর্থাৎ বসে বসে 'মনা চান্দি' আর বেকার বা পঙ্গু ভাতা খেতে পারবে না। তাকে যদি জোর করে কাজে ঢুকিয়ে দেয়া যায় তবে তার বেকার সময়টাকে হাইজ্যাক করা যাবে, অর্থাৎ তার কামড়াকামড়ি বন্ধ করা যাবে। সেজন্য তার বিরুদ্ধে অকাট্য প্রমান এবং গত কয়েকমাসে তার তৈরী ইউটিউব ভিডিও রেকর্ড (ডিউরেশন সহ), তার দৈনিক মুভমেন্ট, এক্টিভিটিস, সোশ্যাল মিডিয়াতে সময় ব্যায় এর মনিটরিং রেকর্ড ইত্যাদি সংশ্লিষ্ঠ The Department of Work and Pensions of UK এর ডিসএবল বেনিফিট এসেসিং সেকশানে জমা দিতে হবে। উক্ত বিষয়ে আপনারা সকলে (শুধুমাত্র শিক্ষিত ও স্মার্ট লোক) সম্মিলিত ভাবে কাজ করতে পারেন। আর প্রয়োজনে The Department of Work and Pensions of UK ফোন দিয়ে এপয়েন্টমেন্ট করে এসেসিং অফিসারের সাথে মুখোমুখি বসে তাদেরকে বুঝিয়ে বলতে পারেন যে শারীরিক অসুস্থতার অজুহাতে মু-ফাজিল তোমাদের 'পঙ্গু ভাতা' খেয়ে খেয়ে কুমিউনিটিতে দিনরাত অশান্তি এবং ''একে ধরিয়ে দেয়া, ওকে ধরিয়ে দেয়া' কাজে ব্যাস্ত আছে। মনে রাখবেন তার Weekly and Daily routine সুন্দরভাবে তুলে ধরতে পারেন। আর ০৩/১১/২০২১ তারিখে করা তার 'মিলিওনিয়ার' ভিডিওটি ডাউনলোড এবং ইংলিশ অনুবাদ সহ আপনারা The Department of Work and Pensions of UK এর কাছে জমা দিতে পারেন যে তার অর্থনৈতিক অবস্থাটা বিল গেটস বা এলান মাস্কের মত, সুতরাং সে কোনোভাবে বেকার ভাতা পাওয়ার যোগ্য নয়। উক্ত ভিডিওতে সে দাবি করেছে তার অনেক অনেক টাকা আছে যা গুনে শেষ করা যাবে না, ভিডিও লিংক ( https://www.youtube.com/watch?v=TphjmoKcRgI&t=1s ) উক্ত ভিডিও আপনি প্রমান হিসেবে ব্যবহার করতে পারবেন। মুফাস্সিল বিদেশে অথবা সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন টাকা লুকিয়ে রেখে ব্রিটিশ সরকারকে ধোঁকা দিয়ে বেকার ভাতা খাচ্ছে। উক্ত বিষয় আমরা 'বনি আমিন' চ্যানেল থেকে সবাইকে অনুরোধ করছি আপনারা কেউ তাকে ভয় পাবেন না। প্রয়োজনে ব্যবস্থা নিন। ফোন করুন ওদের ন্যাশনাল হট লাইন ফোন নাম্বারে toll-free number, 1-800-772-1213 (ইউ.কে). প্লীজ উক্ত ভিডিওটি এক্ষুনি ডাউনলোড করে ফেলুন যেই ভিডিওতে সে নিজেকে মিলিওনিয়ার বলে দাবি করছে, কারণ এটি আপনাদের কাছে একটি জীবন্ত প্রমান। বাকি বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের ইমেইলঃ LITUBONI@GMAIL.COM তবে সাবজেক্ট লাইনে লিখতে হবে ATTN Engr. M. Namanee ধন্যবাদ। ভালো থাকুন সকলে - খোদা হাফেজ (জয় গুরু)

#বনিআমিন #BoniAmin #মিজানুর_রহমান_আজহারী #মুফাস্সিল_ইসলাম #Miufassil # Azhari #মুফাস্সিল

Boni AminBoni Amin of AustraliaBoni Amin of Sydney

Post a Comment

0 Comments